Home | লোহাগাড়ার সংবাদ | মানবিক সাহায্যের আবেদন

মানবিক সাহায্যের আবেদন

30

২টি কিডনী অকেজো হওয়া একজন রোগীর জন্য মানবিক সাহায্যের আবেদন করেছেন তার পরিবার। রোগীর নাম টিসু দাশ (২৭)।

তিনি উপজেলার পদুয়া জলদাশ পাড়ার হিমাংশু দাশের পুত্র।

বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনী বিভাগের (ওয়ার্ড নং- ১৭, বেড নং- ৬) ডাঃ ছৈয়দ মাহতাবুল ইসলামের তত্ত্বাধানে চিকিৎসাধীন আছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাহিরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তার।

উন্নত চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকা দরকার হতে পারে বলে জানিয়েছেন ডাক্তার। কিন্তু অসহায় পরিবারের পক্ষে এতো টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই সমাজের সকল শ্রেণীর লোকজনের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন তার পরিবার।

সাহায্য পাঠানোর ঠিকানা : রতন কান্তি দাশ (রোগীর বড় ভাই) ০১৮১৫-০২১০৪১, বিকাশ একাউন্ট নং- ০১৮৩২৬৬৮৭৯০ (ওয়াসিম হায়দার), ব্যাংক হিসাব নং- S/A 1101120027861, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ, পদুয়া শাখা, লোহাগাড়া, চট্টগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!