এলনিউজ২৪ডটকম : বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার শিক্ষক ও লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের নারিশ্চা গ্রামের আলহাজ্ব মাওলানা ফৌজুল কবিরের নামাজে জানাজা ২৫ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৫টায় অনুষ্ঠিত হয়।
নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমের পুত্র লোহাগাড়ানিউজ২৪ডটকম’র উপদেষ্টা, মরোক্কর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আগাধীর এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডাইরেক্টর ও সহকারী অধ্যাপক লোহাগাড়ার কৃতিসন্তান মোহাম্মদ মহিউদ্দিন মাহি।
জানাজা পূর্বে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী, মরহুমের পুত্র মুহাম্মদ মহিউদ্দিন মাহি, অধ্যক্ষ ড. আবু নোমান, শ্রমিক নেতা লুৎফুর রহমান, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম (বার), মাওলানা মমতাজুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাওলানা নুরুল আবছার, বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম, পুটিবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ ইউনুছ, মাওলানা আবদুস ছোবহান, ড. হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান, অধ্যক্ষ নুরুল আলম, অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এম.ডি জুনাইদ ও আলহাজ্ব মাওলানা নেছারুল হক চিশতী।
জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে। বক্তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।