নিউজ ডেক্স : কক্সবাজারের মহেশখালীতে আদিনাথ মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলার ঠাকুরতলা এলাকার আদিনাথ মন্দির সংলগ্ন মেলায় এ ঘটনা ঘটে। মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা না গেলেও স্থানীয় কয়েকজন জানিয়েছেন নিহতরা সম্পর্কে স্বামী-স্ত্রী। নিহতদের একজন নারী ও অন্যজন পুরুষ। নিহত দুজনের বয়স আনুমানিক ৪০/৪৫ বছর বলে জানিয়েছে পুলিশ।
ওসি প্রদীপ কুমার দাশ বলেন, সকালে আদিনাথ মেলায় অস্থায়ী একটি খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে সাতজন আহত হন। এ সময় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মেলায় বেলুনে গ্যাস ভরাচ্ছিলেন স্বামী-স্ত্রী। এ সময় হঠাৎ সিলিন্ডারটির বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে দুই জনই মারা যান। মহেশখালীর আদিনাথ মন্দির সংলগ্ন মাঠে প্রতিবছর শিব চতুর্দশীতে বসে সনাতন ধর্মাবলম্বী পুন্যার্থীদের মিলনমেলা। এ উপলক্ষে লোকজ মেলাও বসে এখানে। যা স্থানীয়দের কাছে আদিনাথ মেলা নামে পরিচিত। মঙ্গলবার থেকে শুরু হয়েছে এবারের মেলা।