নিউজ ডেক্স : গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর-ঢাকা মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে পালানোর সময় চার ডাকাতকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান এ বিষয়টি নিশ্চিত করেন। আটকরা হলেন- শিপন (২৬), আতিক(১৯), রুবেল ভোলা (২৫) ও শামীম (২৪)।
তিনি বলেন, এর আগে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিনগত ভোরে গোবিন্দগঞ্জ পৌরসভার গোবিন্দগঞ্জ-পলাশবাড়ী মহাসড়কের বোয়ালিয়া হেলিপ্যাডের সামনে গাছ ফেলে রংপরগামী নাবিল পরিবহনসহ একাধিক বাস আটকের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় সংঘবদ্ধ ডাকাত দল। একই সময়ে স্থানীয় কাটাখালি এলাকা থেকে বিভিন্ন মালামাল বোঝাই ব্যাটারিচালিত একটি ভ্যান ডাকাত দলের সামনে পরলে ডাকাতরা ভ্যানচালক সাবুকে বেঁধে রেখে তার ভ্যানসহ ভ্যানে থাকা বিভিন্ন পণ্য, মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে ৯৯৯ এ খবর পেয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্যানচালককে উদ্ধার করে। তার দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে পণ্যসহ চার ডাকাতকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়েছে বলেও জানান ওসি। বাংলানিউজ