
_______মুহাম্মদ সোলাইমান_______
বাংলাদেশ মহাকাশে ছড়িয়েছে সারা বিশ্ব,
ডিজিটালের পথে বাংলাদেশ হবেনা কভু নিঃশ্ব।
মানুষের মন ডিজিটাল হয়নি, হয়েছে বাহ্যিক রূপ,
অন্তঃকরণ পরিপাটি কর, প্রয়োজনে ব্যবহার সোপ।
রোবট সোফিয়াকে কি দরকার, যদি নাহলে দেশ ডিজিটাল,
ডিজিটাল চুরি বেড়েছে এখন, দূর্ণীতিতে দেশ টালমাটাল।
মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাকাশ জয়ের স্বপ্ন পূরণ,
বাংলাদেশ দ্রুত এগিয়ে চলেছে পেয়ে নব জীবন।
মধ্যম আয়ের দেশ, চাকরী হবে ঘরে ঘরে,
ডিজিটাল নাম সার্থক হবে অন্তরটা যাবে ভরে।

Lohagaranews24 Your Trusted News Partner