Home | লোহাগাড়ার সংবাদ | মসজিদের ব্যয় নির্বাহের জন্য দোকানঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

মসজিদের ব্যয় নির্বাহের জন্য দোকানঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

17742163_730833297095738_1272687945_n

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া সদরের পুরান থানা রোডস্থ প্রফেসর মৌলানা আবদুল হাদি কর্তৃক ওয়াকফকৃত জমির ওপর প্রতিষ্ঠিত জামে মসজিদের রক্ষণাবেক্ষণ ও মাসিক ব্যয় নির্বাহের লক্ষ্যে মোতাওয়াল্লী আবদুল হক দোকান ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বর্তমানে ওয়াকফকৃত জমি হতে আসা অর্থ দিয়ে ইমাম, খতীব ও মুয়াজ্জীনদের মাসিক সম্মানি নির্বাহ হয। অর্থের ঘাটতি পূরণে মোতাওয়াল্লী আবদুল হক দোকানঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন।

সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী’র প্রতিনিধি আওয়ামীলীগ নেতা এইচ এম গণি সম্রাট ৩১ মার্চ বিকেলে দোকানঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

ফিতা কেটে উদ্বোধনের পর মোনাজাত করেন মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা জয়নাল আবেদীন। এ সময় সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!