চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রতিদিন বিকেল থেকে সারা রাত শত শত লবনবাহী ট্রাক চট্টগ্রাম অভিমুখে চলে যায়। কক্সবাজারের টেকনাফ, উখিয়া, শাহপরীর দ্বীপ, চকরিয়া, কুতুবদিয়াসহ বিভিন্নস্থান থেকে এসব ট্রাকে লবন বোঝাই হয়। লবনবাহী ট্রাক থেকে নিসৃত পানি কুয়াশার সাথে মিশে রাস্তায় আস্তরণ পড়ে। ফলে রাস্তা পিচ্ছিল হয়ে যায়। এ কারণে চট্টগ্রাম-কক্সবাজার যাতায়াতকারী যানবাহন দূর্ঘটনার কবলে পড়ে। বিধান রয়েছে লবন পরিবহনের সময় জিওট্যাক্স ব্যবহার করার। করা হয় না। হচ্ছে না। ফলে সমস্যাটি দিন দিন প্রকট আকার ধারণ করছে। অনতিবিলম্বে সমস্যাটি সমাধান ও খোলা ট্রাকে লবন পরিবহন নিষিদ্ধ করার দাবী জানিয়েছেন পরিবেশবীদরা। ২৩ ফেব্র“য়ারী সকাল ৭টায় উপজেলা সদরের পুরাতন থানা গেইট এলাকা থেকে ছবিটি তোলা। ছবি ও প্রতিবেদন- মোহাম্মদ মারুফ
