প্রেস বিজ্ঞপ্তি : মদিনায় সাংবাদিক পরিষদের কমিটি গঠিত হয়েছে। ২৫শে মার্চ বৃহস্পতিবার রাত ১১টাই মদিনায় সাধারণ সভায় ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।সাংবাদিক ফ ই ম ফরহাদের সন্চালনায় সভায় সভাপতিত্ব করেন মূছা আব্দুল জলিল।
এতে মূছা আব্দুল জলিল (আরটিভি) কে সভাপতি এবং মোহাম্মদ আলী রাশেদ (এনটিভি) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি ফ ই ম ফরহাদ (মাইটিভি), সহ সভাপতি জাকারিয়া মাহমুদ (প্রবাসীকাল ডটকম), সাধারন সম্পাদক মোহাম্মদ আলী রাশেদ (এনটিভি), যুগ্ন সম্পাদক আবুল খায়ের আশিক (বাংলাভিশন), সাংগঠনিক সম্পাদক আতিক উল্লাহ (মিলেনিয়াম টিভি), অর্থ সম্পাদক দেলওয়ার হোসেন সুমন (আলোকিত বার্তা), প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদ ইকবাল (এমকে টিভি), দপ্তর সম্পাদক সাহাদাৎ হোসেন (প্রবাসী কাল ডটকম) প্রমুখ।