নিউজ ডেক্স : কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকায় ১১ জানুয়ারী বুধবার সকাল ৮টায় বাস-সিএনজির মুখোমুখি সংর্ঘষের ৫ যাত্রী গুরুতর আহত হয়। আহতরা সবাই সিএনজি’র যাত্রী বলে জানা গেছে।
আহতদের চমেক হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালককে মৃত ঘোষণা করে। কর্তব্যরত চিকিৎসক জানায় বাকিদের (আহত) অবস্থাও আশংকা জনক। নিহত সিএনজি চালকের নাম জানা যায়নি।
আহতরা হলেন- নাজিম উদ্দিন (৩৫), মোঃ কামাল (৩২), লাইলি আক্তার (৩৫) ও মোঃ আলমগীর হোসেন (৩৫)।
তবে দূর্ঘটনার স্বীকার হওয়া বাস ও সিএনজি দুটিই থানায় আটক রয়েছে বলে জানায় পুলিশ।
কর্ণফুলী থানার ওসি (তদন্ত) মোঃ হাসন ইমাম ঘটনার সত্যতা স্বীকার করে জানায় থানা এ ব্যাপারে প্রাথমিক পর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে।