নিউজ ডেক্স : বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের মাসকাটগামী একটি ফ্লাইটের যাত্রীরা ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।
বৃহস্পতিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিমানটির চাকা পাংচার হয়ে যায়। তবে এরপরও উড্ডয়ন করতে সক্ষম হয় বিমানটি।
এরপর ঘণ্টাখানেক আকাশে উড়ে জ্বালানি ফেলে দিয়ে ঝুঁকি নিয়ে আবার বিমানবন্দরে অবতকরণ করে বিমানটি।
এতে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ওই বিমানের যাত্রীরা।
সিভিল এভিয়েশনের একটি বিশ্বস্ত সূত্রে এসব জানা গেছে।