এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ২৭ মে সকাল ১১টায় এলাকার অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা আওয়ামীলীগ নেতা নুরুল কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগ নেতা খোকন চন্দ্র দাশ, জয়নাল আবেদীন, আওয়ামীলীগ নেতা রাজা মিয়া, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সেলিম উদ্দিন, সমাজসেবক মোজাম্মেল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তরা মাহে রমজানের পবিত্রতা রক্ষা, সিয়াম সাধনায় সৃষ্টি কর্তার সন্তুষ্টি অর্জন এবং আওয়ামীলীগ সরকারের নানাবিধ উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।
পরে বিধবা, বয়ষ্ক, অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র ৪০০ জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।