
এলনিউজ২৪ডটকম : চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনীত বিজয় কুমার বড়ুয়া। এই ইউনিয়নে তিনি ছাড়া আর কেউ মনোনয়পত্র দাখিল করেননি। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ইউপি নির্বাচনে বড়হাতিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এ. এম. খালেকুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে প্রার্থীতা বৈধ হলে নিয়ম অনুযায়ী একক প্রার্থী থাকলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

Lohagaranews24 Your Trusted News Partner