এলনিউজ২৪ডটকম : সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কৃতিসন্তান ডা. বিদ্যুৎ বড়ুয়া। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয় আগামীতে ইউরোপে আওয়ামী লীগকে গতিশীল, শক্তিশালী ও আধুনিক করতে গঠনতন্ত্রের ২৫ (গ) ধারা অনুযায়ী ইউরোপ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক পদে ডা. বিদ্যুৎ বড়ুয়াকে নিয়োগ দেওয়া হয়েছে।
জানা যায়, ডা. বিদ্যুৎ বড়ুয়া বর্তমানে ডেনমার্ক আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দেশে থাকা অবস্থায় বিদ্যুৎ বড়ুয়া ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মেডিকেল কলেজের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ডা. বিদ্যুৎ বড়ুয়া লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের এডভোকেট সুনীল বড়ুয়ার পুত্র ও বাংলাদেশ আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার ছোট ভাই।