আন্তর্জাতিক : ব্রাজিলের ফুটবলারসহ ৭২ জন যাত্রী এবং ৯ জন ক্রু নিয়ে একটি বিমান কলম্বিয়ায় বিধ্বস্ত হয়েছে। বলিভিয়া থেকে ছেড়ে যাওয়া ওই বিমানটি কলম্বিয়ার মেডিলিন আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়া পথে বিধ্বস্ত হয়েছে বলে টুইটারে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই বিমানটিতে করে অ্যাটলেটিকো নেসিওনালের বিপক্ষে কোপা সুদামেরিকানা কাপ ফাইনালের প্রথম পর্বে অংশ নিতে যাচ্ছিলেন ব্রাজিলের ফুটবল ক্লাব শ্যাপেকোয়েন্সের খেলোয়াড়রা। কোপা সুদামেরিকা ফাইনালে অ্যালটিকো নেসিওনালের বিপক্ষে বুধবার খেলায় অংশ নেয়ার কথা ছিল দলটির। বিমানের কোনো আরোহী বেঁচে আছেন কিনা সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

মেডিলিনের মেয়র ফেডেরিকো গুটিয়েরেজ জানিয়েছেন, বিধ্বস্ত বিমানের আরোহীদের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে।
ফেডেরিকো গুটিয়েরেজ ব্লু রেডিওকে জানিয়েছেন, এতজন আরোহীকে নিয়ে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা সত্যিই খুব দুঃখজনক। স্থানীয় সময় মধ্যরাতের কিছু আগে শহরের বাইরে একটি পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে।
মেয়র জানিয়েছেন, অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকর্মীদের একটি দল ইতোমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশে রওনা করেছে। তবে বিমান দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।
সূত্র : রয়টার্স, গার্ডিয়ান।