নিউজ ডেক্স : চট্টগ্রামের বোয়ালখালীতে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী মো. হারুনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- প্রবাসী হারুনের জমজ দুই মেয়ে ইশরাত জাহান (৩), নুসরাত জাহান (৩) এবং তাদের চাচাতো বোন ওয়াহিদা হাসান ফারজানা (২)।
বোয়ালখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে খেলতে গিয়ে তিন শিশু হারিয়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৩টার দিকে পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে। বাড়ির লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।