নিউজ ডেক্স : ময়মনসিংহের ভালুকায় শহর বানু (৭০) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত নিহতের ছেলে গোলাম মোস্তফাকে (৪৫) আটক করেছে পুলিশ। নিহত শহর বানু দোবালিয়া গ্রামের মৃত জব্বার আলীর স্ত্রী।
ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, সকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের দোবালিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে শহর বানু নামে এক বৃদ্ধকে দা দিয়ে গলাকেটে হত্যা করে তারই ছেলে মোস্তফা। পরে স্থানীয়রা মোস্তফাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। ওসি আরও জানান, মোস্তফাকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।