Home | লোহাগাড়ার সংবাদ | বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখে লোহাগাড়ার মেয়ে সাজেদা আক্তার মুন্নি

বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখে লোহাগাড়ার মেয়ে সাজেদা আক্তার মুন্নি

39

আলাউদ্দিন, লোহাগাড়া :  সাজেদা আক্তার মুন্নী লোহাগাড়া উপজেলার পাশ্চিম  আমিরাবাদ এলাকার  মরহুম হাবিবুর রহমানের কন্যা । ছোট বেলায় মা-বাবা হারিয়ে অভাবের সংসারে  দুই ভাইয়ের কাছে বেড়ে উঠা । স্বপ্ন দেখত লেখা পড়া করে দেশের উচ্চ স্থানে যাওয়ার । কিন্তু তার পরিবার থেকে লেখাপড়ার খরচ চালিয়ে যাওয়া সমর্থন তেমন তাদের ছিল না । তবে হাল ছাড়েনি সাজেদা । স্কুলের সহপাঠীদের কাছ থেকে বই ধার নিয়ে শুরু করে  লেখাপড়া । গত ২৩ মার্চ দুপুরে ‘আমরা স্বপ দেখতে ভালবাসি ‘ ফেসবুক গ্রুপের এডমিন প্যানেল সদস্যগন  সাজেদা আক্তার মুন্নি কে  সন্মননা ও শিক্ষা সহযোগী প্রদান করেন । এ সময় উপস্থিত এডমিন ডাঃ মুহাম্মদ লোহকমান . মুহাম্মদ ওমর ফারুক . মিছবাহ উদ্দিন রাজিব ও লোহাগাড়া ছাত্রলীগ এর আহবায়ক রিদওয়ানুর হক সুজন প্রমুখ । সাজেদা বলেন আমি ভাল ফলাফলের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম । যদিও  আমার এস এস সি পরিক্ষার সময় খুপি ব্যাতিত আর কোন আলো ছিলনা । আমার বড় ভাই ও , ভাবীর সহযোগীতা ও দোয়ায়  এস এস সি তে জি ,পি .এ ৫ পাই । এ ফল আমার জীবনের গতীকে প্রসারিত করে।  বড় ভাই আমার লেখা পড়ার প্রতি আগ্রহ দেখে  অনেক কষ্ট করে(আর্থিক) চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ এ ভর্তি করে দেন । থাকা খাওয়া ব্যবস্থা হয় হোস্টেলে। নানা প্রতিবন্ধকতার পরও ২০১২ সালে  এইচ এস সি তেও জি পি এ ৫ অর্জন করি । সাজেদা বর্তমানে  উক্ত কলেজ এ অনার্স  (৩য় বর্ষে ) অর্থনীতি নিয়ে পড়ছে । স্বপ্ন দেখে  বি ,সি , এস  ক্যাডার হওয়ার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*