
নিউজ ডেক্স : রোনালদোর জীবনে বান্ধবীদের আনাগোনা নতুন নয়। ইরিনা শায়েকের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কের বিচ্ছেদের পর থেকে একের পর এক বান্ধবী বদলেছেন তিনি। কিন্তু কেউই বেশি দিন সঙ্গে থাকেনি। তবে নতুন বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে যে খোশমেজাজেই আছেন। আর তাই রদ্রিগেজও চাইছেন বান্ধবী থেকে স্ত্রীর পরিচয় দিতে। এই খবর জানিয়েছে পর্তুগালের দৈনিক ‘কোরেইরো দ্য মানহা’।
সর্বশেষ বান্ধবীর ২২তম জন্মদিনও উদযাপন করেছেন একসঙ্গে। মাদ্রিদের রেস্তোঁরায় দু’জনে নৈশভোজ সেরেছেন। রেস্তোঁরায় ঢোকা আর বেরোনোর আগে দুইজনকেই বেশ হাসিখুশি দেখাচ্ছিল। এদিকে জুনিয়র রোনালদোর সঙ্গেও রদ্রিগেজের সম্পর্কটা ভালো। তাই সূত্রের দাবি যদি সত্যিই হয়, তাহলে আগামী বছরই বিয়ে করতে যাচ্ছেন এই তারকা।

এদিকে চলতি বছরের ২৪ জুন শৈশবের বান্ধবী, প্রেমিকা আন্তোনেল্লা রোকুজ্জোকে বিয়ে করতে যাচ্ছেন বিশ্ব ফুটবলের আরেক বিস্ময় তারকা লিওনেল মেসি।
Lohagaranews24 Your Trusted News Partner