
নিউজ ডেক্স : আওয়ামী লীগ নয়, শেখ হাসিনা বিএনপির প্রধান টার্গেট বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিদেশে বসে ষড়যন্ত্র করে শেখ হাসিনার সরকারকে হটানো সম্ভব হবে না। বিএনপির প্রধান টার্গেট আওয়ামী লীগ নয়, তাদের টার্গেট শেখ হাসিনা। শেখ হাসিনাকে শেষ করতে পারলেই আওয়ামী লীগকে ধবংস করা যাবে।’
রবিবার (১৬ জুলাই) চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দলীয় নেতাদের উদ্দেশ্য ওবায়দুল কাদের বলেন, ‘ঐক্যবদ্ধ না থাকলে ২০০১ সালের চেয়েও ভয়াবহ নির্যাতন সহ্য করার জন্য প্রস্তুত থাকতে হবে। নিজের মনোনয়ন এবং দলের পাল্লা ভারি করতে খারাপ লোকদেরকে দলে আনবেন না। আগামী নির্বাচনে জনগণের কাছে যাদের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা রয়েছে শুধুমাত্র তাদেরকেই মনোনয়ন প্রদান করা হবে।’
প্রতিনিধি সম্মেলনে তৃনমূল নেতাদের বক্তব্য দিতে না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন ওবায়দুল কাদের।
সম্মলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ‘কোন বিদেশি ফরমুলা দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করা যাবে না।’
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ.কে.এম এনামুল হক শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ভুমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, আমিনুল ইসলাম আমিন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান চৌধুরী প্রমুখ।
-সিটিজি টাইমস
Lohagaranews24 Your Trusted News Partner