- Lohagaranews24 - http://lohagaranews24.com -

বিদেশের কারাগারে আটক ৯৯৬৭ বাংলাদেশি

file-19

নিউজ ডেক্স : বিশ্বের বিভিন্ন দেশে নানা অপরাধে জড়িয়ে ৯ হাজার ৯৬৭ জন বাংলাদেশি কারাগারে রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম ওমরের এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ তথ্যানুযায়ী বিভিন্ন দেশে অপরাধের সঙ্গে জড়িত হয়ে আটকাধীন ও বিচারাধীন বাংলাদেশির সংখ্যা ৯ হাজার ৯৬৭ জন।

এর মধ্যে মালয়েশিয়ায় ২ হাজার ৪৬৯ জন, সংযুক্ত আরব আমিরাতে এক হাজার ৯৮, ভারতে ২ হাজার ৬৯৭, সৌদি আরবে ৭০৩, যুক্তরাজ্যে ২১৮ এবং মিয়ানমারে ৫৭ জন আটক রয়েছেন।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, আটকৃত বাংলাদেশি নাগরিকরা যাতে সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত মুক্তি লাভ করতে পারে সে জন্য সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় আইনি সহায়তাসহ আনুষঙ্গিক সহযোগিতা প্রদান করে। দূতাবাস মুক্তিপ্রাপ্ত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর জন্য ট্রাভেল পারমিট প্রদান করে।