Home | দেশ-বিদেশের সংবাদ | বিক্ষোভকারীদের দখলে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবন

বিক্ষোভকারীদের দখলে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবন

আন্তর্জাতিক ডেক্স : অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কায় হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী কলম্বোতে অবস্থিত দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়েছেন।

আজ শনিবার(৯ জুলাই) স্থানীয় সময় দুপুরের দিকে বিক্ষোভকারীরা কলম্বো ফোর্টের চাথাম স্ট্রিটের সড়কে থাকা পুলিশ ব্যারিকেড টপকে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়ে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

বিক্ষোভকারীদের সরিয়ে দিতে জলকামান ও গুলি ছুড়েও তাদের দমাতে পারেনি পুলিশ। বিক্ষোভকারীরা বাসভবনে ঢুকে পড়লেও তখন প্রেসিডেন্ট রাজাপাকসে সেখানে ছিলেন না। শনিবার কলম্বোতে বিক্ষোভ শুরুর আগেই বাসভবন প্রাঙ্গণ থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছিল।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বাজে অর্থনৈতিক দুর্দশায় পড়া শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে শনিবার কলম্বোয় গণবিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। ওই বিক্ষোভে অংশ নিতে দ্বীপদেশটির বিভিন্ন অংশ থেকে মানুষ রাজধানীতে গাড়ি, ভ্যান, বাসে করে ছুটে আসেন।

শ্রীলঙ্কায় এখন খাদ্য, জ্বালানি ও ওষুধের যে তীব্র ঘাটতি তার জন্য গোটাবায়ার সরকারের অব্যবস্থাপনাকেই বেশিরভাগ মানুষ দায়ী করছেন। ভয়াবহ মূল্যস্ফীতি আর বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে।

শনিবারের গণবিক্ষোভ ঠেকাতে পুলিশ গতকাল শুক্রবার রাতে রাজধানীতে কারফিউ জারি করলেও বিক্ষোভকারীদের স্রোত ঠেকাতে পারেনি। বিরোধী দল ও মানবাধিকার গোষ্ঠীগুলোর চাপে আজ শনিবার সকালে পুলিশ ওই কারফিউ তুলেও নেয়। শনিবারের বিক্ষোভ যেন শান্তিপূর্ণ হয় তা নিশ্চিতে শুক্রবার জাতিসংঘ শ্রীলঙ্কার কর্তৃপক্ষ ও বিক্ষোভকারীদের প্রতি আহ্বানও জানিয়েছিল।

প্রেসিডেন্টের বাসভবনে বিক্ষোভকারীদের হানার পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে রাজনৈতিক দলগুলোর নেতাদের এক জরুরি বৈঠক ডেকেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। প্রধানমন্ত্রী স্পিকারকে পার্লামেন্টের অধিবেশন ডাকতেও অনুরোধ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!