নিউজ ডেক্স : খালেদা জিয়ার মুক্তি, প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সংসদ ভেঙে দিয়ে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনকালীন সরকার গঠনের চার শর্তে আগামী নির্বাচনে যাওয়ার কথা জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার সকালে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের ফর্মুলা দেবে বিএনপি।
এ সময় রুহুল কবীর রিজভী বলেন, ‘খালেদা জিয়ার মামলায় দুদকের আপিল সুস্পষ্ট ভাবে স্বপ্রণদিত হয়ে করেনি বরং সরকারের নির্দেশে এটি করেছে। ওবায়দুল কাদের কথামত যদি সংসদে প্রতিনিধিত্বকারীদের নিয়ে নির্বাচন কালীন সরকার হবে। এ কারণেই তিনি কিছু দিন আগে বলেছিলেন সামনের নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত। ওই সংসদের প্রতিনিধি কারা! তারা একটি জোট নিজস্ব জোট। তারা নির্বাচন করেছিলেন সেই নির্বাচন জনগণের কোন অংশগ্রহণ ছিলো না।’
তিনি আরও বলেন, ‘হাঁ-সজারু পার্লামেন্টের সদস্যদের দিয়ে নির্বাচন কালীন সরকার হবে। তা ২০১৪ সালের মতই হবে। বর্তমান সংসদ সদস্যদের নিয়ে নির্বাচন কালীন সরকার হলে সেটি হবে সাম্প্রতিক কালের সেরা প্রহসন। আগামী নির্বাচনের আগে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। সংসদ ভাঙ্গতে হবে। এবং দল নিরপেক্ষ ব্যক্তির নেতৃত্বে সরকার হতে হবে।’