ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত

বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত

Accident-২20171207002551 (1)

নিউজ ডেক্স : ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পূর্বপাইকপাড়া মহল্লার বাসিন্দা বিষ্ণুপদ দেব (৬৫) ও তার স্ত্রী অঞ্জনা রাণী দেব (৫৫)। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে জেলার সরাইল উপজেলার চুন্টা থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন বিষ্ণুপদ দেব ও তার স্ত্রী অঞ্জনা রাণী দেব। চালকসহ অটোরিকশাটিতে চারজন আরোহী ছিলেন। অটোরিকশাটি সুহিলপুরে আসামাত্র বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাস সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিষ্ণুপদ দেব ও তার স্ত্রী অঞ্জনা রাণী দেব মারা যান। এ ঘটনায় অটোরিকশার চালক ও আরেক আরোহী আহত হয়েছেন।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও দুর্ঘটনার পরপরই চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!