এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি সেবা, গর্ভকালীন সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে চুনতি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুনা আক্তার।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের এফপিসিএস-কিউআইটি, রিজিওন্যাল কনসালটেন্ট ও সহকারী পরিচালক (সিসি) ডা. ছেহেলী নার্গিস। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য আনোয়ার কামাল, চুনতি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. সুধৃতি দাশ ও চুনতি ইউপি সদস্য মো. তালিব আল মুহতাদী।
প্রধান অতিথি ডা. ছেহেলী নার্গিস জানান, আমি চুনতির মেয়ে। চুনতি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রতি আমার আলাদা টান রয়েছে। বর্তমানে দুই জন চিকিৎসক চিকিৎসাসেবা দিচ্ছেন। আশা করছি শীঘ্রই জনবল নিয়োগ দিয়ে পূর্ণাঙ্গ সেবার আওতায় আসবে চুনতি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় পরিবার কল্যাণসেবা অনেকদুর এগিয়ে গেছে। মা ও শিশু স্বাস্থসেবা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ রোধ, গর্ভবতী ও প্রসূতি মায়েদেরকে পরিবার পরিকল্পনা বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ দিয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে পরিবার পরিকল্পনা বিভাগ ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে সেবা দিচ্ছে। বাসায় ডেলিভারি করলে মা ও শিশু উভয়ের চরম ঝুঁকি থাকে। তাই মা ও শিশুকে নিরাপদ রাখতে প্রাতিষ্ঠানিক ডেলিভারির কোন বিকল্প নেই।
মা সমাবেশ শেষে একই মঞ্চে নৈতিকতা কমিটির সভা ও গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার প্রায় শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।