Home | অন্যান্য সংবাদ | বাবা-মা’কে নিয়ে বাসায় থাকলে ভাড়া ৫০০ টাকা কম

বাবা-মা’কে নিয়ে বাসায় থাকলে ভাড়া ৫০০ টাকা কম

14404052601925_427145791358908_1204111497525985280_n

নিউজ ডেক্স : নগরকেন্দ্রিক সামাজিকতায় ক্রমশ বেড়ে চলছে আত্মকেন্দ্রিকতা। আর মা-বাবা’র নগরের বাইরে আশ্রয় হচ্ছে আশ্রমে।

তবে এই প্রবণতা যখন বেড়ে চলেছে তখন কিছু কিছু মানুষের হৃদয়ে ব্যতিক্রম হৃদকম্পনও হয়। এমনটি ব্যতিক্রম হৃদয়ের মানুষের সন্ধান পাওয়া গেল রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে ব্যতিক্রমি সাইনবোর্ড। যেখানে লেখা রয়েছে, ‘এই ভবনে অবস্থানরত সব ভাড়াটিয়ার দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে, যারা বাবা-মাকে নিয়ে এই ভবনে অবস্থান করবেন তাদের বাড়ি ভাড়া মাসিক ৫০০ টাকা করে কম নেওয়া হবে। ‘

এ ব্যবস্থা আজীবন বলবৎ থাকবে বলেও ঘোষণা দিয়েছেন বাড়িটির মালিক। ফলকে লেখা আছে বাড়িটি ঢাকার ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায়। এমন ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে হবে তা নিশ্চিত করেই বলা যায়, আর হয়েছেও তাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!