নিউজ ডেক্স : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশী যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত যুবকের নাম মো. গোলাম আকবর (২৫)।
আজ শনিবার (২৫ ফেব্রুয়অরি) বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে।তিনি নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের জামছড়ির বাসিন্দার ছৈয়দ আজিমের পুত্র।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি সীমান্তের ৪৫ নম্বর সীমান্ত পিলার এলাকায় অবৈধ পথে আসা গরু আনতে যায় কয়েকজন বাংলাদেশী যুবক। এসময় সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি গেলে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক বাংলাদেশী যুবকের বাম পায়ের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শাহজাহান জানান, অবৈধ পথে মিয়ানমার থেকে আসা গরু আনতে গেলে মাইন বিস্ফোরণে এক যুবকের বাম পায়ের গোড়ালি উড়ে যায়। তার শরীরের বিভিন্ন অংশেও আঘাতপ্রাপ্ত হয়। তাকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।