
নিউজ ডেক্স : বান্দরবানের রোয়াংছড়িতে দর্শনীয় স্থান দেবতাকুমে পানিতে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার রোয়াংছড়ি উপজেলার দর্শনীয় স্থান দেবতাকুম ভ্রমণে যায় গোপালগঞ্জের কাশিয়ানি এলাকার ১৫ জনের একটি পর্যটক গ্রুপ। মনোমুগ্ধকর দর্শনীয় স্থানটি ভ্রমণের সময় পানিতে পড়ে ডুবে মারা যায় একজন পর্যটক। নিহতের নাম মো. ফেরদৌস (২৭)।
খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট গাইডরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি গোপালগঞ্জে কাশিয়ানি এলাকার লোকমান সর্দার ও নাসিমা বেগমের পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবীর জানান, দেবতাকুম ভ্রমণে গিয়ে পানিতে ডুবে একজন পর্যটক মারা গেছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা ১৫ জনের একটি পর্যটক গ্রুপ গোপালগঞ্জ থেকে বেড়াতে এসেছিল। আজাদী অনলাইন
Lohagaranews24 Your Trusted News Partner