নিউজ ডেক্স : এক লেনে সর্বোচ্চ সংখ্যক মানুষের সাইকেল চালিয়ে বসনিয়া-হার্জেগোভিনার গড়া বিশ্ব রেকর্ডটি ভেঙেছে বাংলাদেশ। বাংলাদেশের ১ হাজার ১৮৬ জন সাইক্লিস্টের এক লেনে সাইকেল চালানোকে স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। গত বছরের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে তারা এক লেনে একসঙ্গে সাইকেল চালিয়েছিলেন।
মঙ্গলবার গিসেন বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেসের ওয়েবসাইটে স্বীকৃতির বিষয়টি তুলে ধরা হয়।
এর আগে বসনিয়া-হার্জেগোভিনার দখলে ছিল এ বিশ্বরেকর্ডটি। ২০১৫ সালে দেশটির ৯৮৪ জন এক লেনে সাইকেল চালানোর দীর্ঘতম রেকর্ডটি গড়েছিলেন। তারা ২০১০ সালে যুক্তরাষ্ট্রের ৯১৪ জন সাইক্লিস্টের গড়া রেকর্ড ভেঙেছিলেন।
গত বছরের ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সকাল সাড়ে ৮টায় কয়েকশ সাইক্লিস্ট বিজয় রাইড শুরু করে। এরপর ফার্মগেট হয়ে বিজয় স্মরণি, মহাখালী হয়ে গুলশান, বাড্ডা পেছনে ফেলে ৩০০ ফুটে সমবেত হন ১ হাজার ১৮৬ জন সাইক্লিস্ট। বিডিসাইক্লিস্ট গ্রুপ এই আয়োজন করেছিল।
তবে সেদিন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের কোনো প্রতিনিধি সেখানে ছিলেন না। পরে আয়োজকরা চারজন নিরপেক্ষ প্রত্যক্ষদর্শী, আকাশ থেকে তোলা ছবি ও ভিডিও ফুটেজ, ছয়টি ক্যামেরার আনকাট ভিডিও এবং বিডিসাইক্লিস্টস কর্তৃপক্ষের বাইরে ২৪ জন নিরপেক্ষ পর্যবেক্ষকের প্রতিবেদন গিনেজ বুক কর্তৃপক্ষকের কাছে পাঠিয়েছিল।