নিউজ ডেক্স : বাঁশখালীতে মিনি ট্রাক (ডেম্পার) ও ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার চাম্বল বাজারের দক্ষিণ পার্শ্বে প্রধান সড়কে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে ট্রলির হেলপার ঘটনাস্থলেই প্রাণ হারান এবং ট্রলির ড্রাইভারকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে বিকাল ৩ টার দিকে তার মৃত্যু ঘটে। জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- ট্রলি হেলপার মোঃ কামাল (২৮) এবং ট্রলি ড্রাইভার মোঃ হারুন (৩২)।
মোঃ হারুন চাম্বল সিন্ধিপাড়া এলাকার রেজু মিয়ার পুত্র বলে জানা গেলেও নিহত হেলপার মোঃ কামালের বাড়ী চট্টগ্রামের পটিয়া উপজেলায় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাতক মিনিট্রাক (ডেম্পার) নং- কক্সবাজার-ড-১১-০০৪৪ এর মালিক চাম্বল এলাকার মোঃ এরশাদুর রহমান। এদিকে থানা পুলিশ ঘটনাস্থল হতে মোঃ কামালের লাশ উদ্ধার করে এবং ঘাতক মিনিট্রাক (ডেম্পার)সহ দুর্ঘটনা পতিত ট্রলি গাড়ীটি জব্দ করে।
