নিউজ ডেক্স : বাঁশখালীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. দেলোয়ার হোসেন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জলদস্যু বলে জানিয়েছে র্যাব।
আজ বৃহস্পতিবার ভোরে বাঁশখালী উপজেলার ছোট ছনুয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৪টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান।
তিনি বলেন, ছোট ছনুয়া এলাকায় জলদস্যুদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দেলোয়ার হোসেন নামে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবারসহ ৪টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
নিহত দেলোয়ার হোসেন ওই এলাকার নুরুল আলমের ছেলে। নিহত দেলোয়ারের বিরুদ্ধে বাঁশখালীসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৬টি মামলা রয়েছে বলে জানান মো. মাশকুর রহমান।