ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | বড়হাতিয়ায় ইটভাটা ও বেকারীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

বড়হাতিয়ায় ইটভাটা ও বেকারীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

22

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ১০ জানুযারী মঙ্গলবার ৩টি ইটভাটাকে দেড় লক্ষ ও একটি বেকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন কচি এ অভিযান পরিচালনা করেন। ইটভাটায় লাইসেন্স না থাকা, কাট পোড়ানো ও বেকারীতে স্বাস্থ্য সম্মতভাবে খাদ্য সামগ্রী উৎপাদন না করার অভিযোগে এ জরিমানা আদায় করা হয়।

জানা যায়, লোহাগাড়া থানা পুলিশের সহায়তায় মগদিঘীর পাড়স্থ দেরাজ মেম্বারের এ.বি.এম ব্রীক্স, মালপুকুরিয়া নুরুল আলমের মালিকানাধীন আল মদিনা ব্রীক্স ও হরিদাঘোনার খলিলুর রহমানের পুত্র মঞ্জুর আলমের মালিকানাধীন এ.কে.বি ব্রীক্সে অভিযান পরিচালনা করা হয়।

পরবর্তীতে সেনেরহাটে কবির সওদাগরের মালিকানাধীন আর. কে বেকারীতে অভিযান চালান তিনি। এ অভিযানে কেউ গ্রেফতার হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্রীক ফিল্ডের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!