এলনিউজ২৪ডটকম : বঙ্গবন্ধু ইতিহাসের কিংবদন্তি। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। বঙ্গবন্ধু মানে বিশ্বের স্বাধীনতাকামী মানুষের সাহসী ঠিকানা। বঙ্গবন্ধু মানে লাল সবুজের পতাকা। বঙ্গবন্ধু মানে পদ্মা মেঘনা যমুনা। বঙ্গবন্ধু মানে স্বাধীনতা এবং তোমার-আমার ঠিকানা আর বেঁচে থাকা। বঙ্গবন্ধু মানে জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। আজ ১৫ আগষ্ট সন্ধ্যায় লোহাগাড়ানিউজ২৪ডটকম কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন।
লোহাগাড়ানিউজ২৪ডটকম’র উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অনলাইন পত্রিকার সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক। বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও মুক্তিযোদ্ধা সাংবাদিক মোঃ জামাল উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যাপক আওয়াল হোসেন, অধ্যাপক আবদুল মান্নান, ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, সাংবাদিক সাইফুল ইসলাম, মাষ্টার নুরুল ইসলাম, কবি মুহাম্মদ সোলাইমান ও মারুফ খান প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।