_____ইমরানুল ইসলাম_____
একাদশ (মানবিক বিভাগ). আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ
_____________________________
বই আমার আলোর বাতি
আধার করে দূর,
বই মেলাতে সবার সূখে
বাজে বইয়ের সুর।

বই আমার বিশ্ব বুকে
দেখায় আলোর মূখ,
সেইা আলোতে ভেসে যায়
মণের সব দূঃখ।
বই যে আমার মনের ভিতর
মিটায় শত আশা,
বই কেনা যায় মনের মাঝে
থাকলে ভালবাসা।
বই যে আমার বন্ধু হয়
আমার প্রিয় সাথি,
পূর্ণ করে জ্ঞানের আলো
জ্বালায় আলোর বাতি।