
নিউজ ডেক্স: নগরের ফিশারিঘাটে খালে পড়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। ওই দুই শিশুর নাম-পরিচয় এখনো জানা যায়নি।
মঙ্গলবার (১১ জুন) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল গিয়ে উদ্ধারকাজ শুরু করে।

স্থানীয়রা জানান, দুই শিশু গোসল করতে নেমেছিল। প্রথমে এক শিশু পানির স্রোতে ভেসে গেলে অন্যজন তাকে বাঁচাতে যায়। পরে সেও পানির স্রোতে ভেসে যায়। তাদের বাঁচাতে সেখানে থাকা এক বয়োবৃদ্ধ লোক চেষ্টা করেও ব্যর্থ হন।
লামারবাজার ফায়ার স্টেশন লিডার মোহাম্মদ আফজাল খান বলেন, ফিশারিঘাটে খালে পড়ে দুই শিশু নিখোঁজ রয়েছে। আমাদের ডুবুরি দল উদ্ধারকাজ চালাচ্ছে। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner