__________ওয়ারদাতুল জিনান__________
মেহেদি রাঙা দুহাত জুড়ে শুভ্র শিউলি ফুল
এই ফুলেতে গাঁথব মালা- লাগল মনে দোল,
তোমার গলায় পরাতে মালা মনটা যে আকুল
ফুলডোরে বাঁধব তোমায়- “প্রাণপাখি বুলবুল”।
জীবন নদী বাঁধনহারা, ভেঙেছে তার দু-কূল
মন কাননে ফুটেছে তাই হরেক রঙিন মুকুল,
মনের সুখে গায়ছে কোকিল, হাসছে বাগে গুল
উচ্ছ্বাসে প্রাণ ছন্দে তালে বাজায় যেন ঢোল।
আনন্দে মন উদ্বেলিত, রাঙাব তোমার কপোল
ভুলেছি সব দুঃখ ব্যথা, শুধরে নেব ভুল,
মন-গগনে রবি শশীর আজ শুনছি হাসির রোল
ফুলে ফুলে সাজাব তোমায়- “প্রাণপাখি বুলবুল”।