এলনিউজ২৪ডটকম : প্রাইভেট কারে জাতীয় সাপ্তাহিক এশিয়া বার্তা পত্রিকার স্টিকার লাগিয়ে ইবায়া পাচারকালে উপজেলার চুনতি খান দিঘী এলাকায় থেকে একজনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
২৮ ফেব্র“য়ারী মঙ্গলবার সকাল ১১টায় তাকে ৩ হাজার পিচ ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত সাইফুল ইসলাম (২৪) কক্সবাজারের পশ্চিম বাহারছড়ার আনোয়ার উল্লাহর পুত্র।

অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ সোলাইমান পাটোয়ারী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ-১৩-৯৩৪৭) গতিরোধ করেন ওই এলাকায়। গাড়িতে তল্লাশী চালিয়ে ৩ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত সাইফুল ইসলাম জানান, তিনি সাপ্তাহিক এশিয়া বার্তা পত্রিকার সম্পাদকের গাড়ি চালক।
এ ব্যাপারে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আটককৃত ইয়াবা পাচারকারী বর্তমানে লোহাগাড়া থানা হেফাজতে রয়েছে।