Home | ব্রেকিং নিউজ | প্রত্যেক মুসলমানের পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দরকার : আরমান বাবু রোমেল

প্রত্যেক মুসলমানের পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দরকার : আরমান বাবু রোমেল

52608732_563003114179040_8495146811260928000_o

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবক আরমান বাবু রোমেল বলেছেন, প্রত্যেকে মুসলমানের পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দরকার। শুধু ওলামায়ে কেরামের ওয়াজ শুনলে হবে না; সে অনুযায়ী আমল করতে হবে। এই মাহফিলের প্রবর্তক আল্লাহর ওলী শাহছুফি আলহাজ্ব মাওলানা ফতেহ আলী ফরায়েজি (রাঃ) এর নামে হেফজখানা ও এতিমখানা প্রতিষ্ঠা করা অতীব জরুরী। প্রতিষ্ঠার উদ্যোগে গ্রহণ করা হলে আমি সর্বাত্মক সহযোগিতা করবো। এলাকার জামে মসজিদে ইসলামী ফাউন্ডেশনের পক্ষ হতে ইসলামি গণশিক্ষার অন্তর্ভূক্ত একজন শিক্ষক নিয়োগের ব্যবস্থা করে দেবো।

আজ ২১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার লোহাগাড়া উপজেলার কলাউজানে ৫ দিন ব্যাপী ৩২তম সীরতুন্নবী (সাঃ) মাহফিলের ৪র্থ দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব শাহ মাওলানা আহমদ কবির। তকরীর পেশ করেন হাফেজ মাওলানা আব্দুল জব্বার, মাওলানা জিয়াউল ইসলাম, হাফেজ ক্বারী মাওলানা মুজিবুর রহমান ও মাওলানা মোঃ জিহান উদ্দিন ফারুকী।

প্রধান অতিথি আরমান বাবু রোমেল মাহফিলস্থলে পৌঁছলে মাহফিল কর্তৃপক্ষ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!