গত ২৪ ও ২৫ জুলাই লোহাগাড়ানিউজ২৪ডটকমসহ বিভিন্ন পত্র-পত্রিকায় “লোহাগাড়ায় পরোয়ানাভূক্ত তিন আসামী গ্রেফতার” শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশ প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন মাষ্টার মোঃ রফিক।
তিনি জানান, লোহাগাড়া সদর ইউনিয়নের মৌলভী পাড়ার রফিক মাষ্টারের ভাড়াটিয়া আবু তাহেরের পুত্র মোঃ লিটন (২৫) নামে গ্রেফতারী পরোয়ানামূলে গ্রেফতার হয়। সংবাদে রফিক মাষ্টারের ভাড়াটিয়া উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে ওই নামে কোন ভাড়াটিয়া তার কলোনীতে নেই ও পূর্বেও ছিল না। গ্রেফতারকৃত আসামী লোহাগাড়া থানা পুলিশকে ভুল তথ্য দিয়েছে এবং পুলিশের ভুল তথ্যের ভিত্তিতে বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি এই ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
প্রতিবেদকের বক্তব্য : লোহাগাড়া থানার দেয়া তথ্যের ভিত্তিতে উক্ত সংবাদটি প্রকাশিত হয়েছে। কাউকে হেয়প্রতিপন্ন বা বিভ্রান্তিকার পরিস্থিতিতে ফেলার জন্য এ সংবাদ প্রকাশিত হয়নি।