Home | দেশ-বিদেশের সংবাদ | পেকুয়ার সাংবাদিকদের নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করলেন ইউএনও

পেকুয়ার সাংবাদিকদের নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করলেন ইউএনও

নিউজ ডেক্স : কক্সবাজারের পেকুয়ায় চেয়ারম্যানের চাল চুরির ঘটনায় প্রত্যাহার ও ২৪ ঘন্টার ব্যবধানে তা স্থগিত হওয়ার ঘটনায় একটি অনলাইনকে দেয়া অডিও সাক্ষাতকারে  স্থানীয় সাংবাদিকদের হেয় করে গণমাধ্যমে বক্তব্য দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইকা সাহাদাত।

অবশেষে শনিবার (২ মে) দুপুরে সে বক্তব্য প্রত্যাহার করেছেন তিনি। ইউএনও স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানা গেছে।

প্রেস বার্তায় ইউএনও বলেন, শুক্রবার জাতীয় একটি অনলাইন সংবাদ মাধ্যমে সাংবাদিকদের নিয়ে দেয়া আমার বক্তব্য আমি প্রত্যাহার করছি। এতে যদি কোন সাংবাদিক বন্ধু কষ্ট পেয়ে থাকলে, আমি দু:খ প্রকাশ করছি।

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করণেও সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। সিবিএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!