
নিউজ ডেক্স : বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার রমজান আলী (২২) নামে এক যুবককে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকারের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।এর আগে গতকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে রমজানকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাটি চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটি তদন্ত করছেন।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্তী বলেন, বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে রমজান আলীকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner