লোহাগাড়া উপজেলার আধুনগর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন।
গত ২১ মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় উপ-পরিদর্শক আবুল বাশার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে দুবছরের জন্য এ কমিটি অনুমোদন দেন।

বিদ্যালয়ের নব গঠিত কমিটির সভাপতি আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, গত কমিতেও আমি এই বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে ছিলাম। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যালয়ের মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোর উন্নয়নে কাজ করেছি। এই ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করে যাবো ইনশাল্লাহ।
তাকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনোনীত করায় বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া এবং চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ এমএ মোতালেব এমপির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।