এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছরওয়ার কামাল ৭ জুন বুধবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে…….রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বৎসর। সে পুটিবিলা নালারকুল এলাকার মৃত মফিজুর রহমানের ৪র্থ পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ছরওয়ার চেয়ারম্যানের ছোট ভাই পল্লী কবি নাছির উদ্দিন তাঁর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিক রোগে ভোগছিলেন।
জানা যায়, দুপুরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে লোহাগাড়া উপজেলা সদরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম শহরে নেয়ার পথে মৃত্যুবরণ করেন।