এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের পহরচান্দা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দোকানের সামনে থেকে ১০ সেপ্টেম্বর সকালে জনতা একটি দেশীয় তৈরী বন্দুক ও ৪ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে লোহাগাড়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃত যুবক শহিদুল ইসলাম (২২) স্থানীয় নয়াপাড়া এলাকার জাফর আহমদের পুত্র।
এসআই লিটন চন্দ্র সিংহ জানান, কোমরে অস্ত্র ও গুলি লুকিয়ে শহিদুল ইসলাম সন্দেহজনকভাবে এলাকায় ঘুরাফেরা করছিল। এ সময় স্থানীয় ইউপি মেম্বার মোজাফফর আহমদ এলাকাবাসীদেরকে সাথে নিয়ে তাকে চ্যালেঞ্জ করে। পরে তল্লাশী চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে। এলাকাবাসীরা শহিদুলকে গণপিটুনী দিয়ে মারাত্মকভাবে আহত করে। বিষয়টি লোহাগাড়া থানা পুলিশকে জানানো হলে এসআই লিটন একদল ফোর্সসহ ঘটনাস্থলে যান। পরে তাকে আহত অবস্থায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন।

স্থানীয়রা জানায়, আটক যুবক দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দলের নেতৃত্ব দিয়ে আসছিল। সে বিভিন্ন প্রবাসীদের পরিবারকে হুমকী দিয়ে টাকা-পয়সা আদায় করে আসছিল।
এ সংক্রান্তে লোহাগাড়া থানার এসআই লিটন চন্দ্র সিংহ বাদী হয়ে একটি মামলা রুজু করেছেন।