এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পুটিবিলা গৌড়স্থান লাকড়ী পাড়া হতে ২৯ জুলাই সকাল ১১টায় অস্ত্র ও গুলিসহ এক চাঁদাবাজকে আটক করা হয়েছে। আটককৃত চাঁদাবাজ মোঃ রুবেল (১৯) পার্বত্য লামা উপজেলার সরই ইউনিয়নের কিল্লাছড়া গ্রামের মনির আহমদের পুত্র।
জানা যায়, রুবেলসহ ১০/১২ জনের একদল যুবক লাকড়ী পাড়ার প্রবাসী জসিম উদ্দিনের বাড়িতে গিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবী করে। না হলে তাকে প্রাণে মারার হুমকী দেয়। বিষয়টি কৌশলে প্রবাসী জসিম স্থানীয় জনগণকে জানিয়ে দিলে জনতা চাঁদাবাজদের ধরতে এগিয়ে আসে এবং বিষয়টি লোহাগাড়া থানা পুলিশকে জানিয়ে দেয়।
তৎক্ষণাত লোহাগাড়া থানা পুলিশের এসআই মুহাম্মদ সোলাইমান পাটোয়ারী ও এসআই আবদুল আউয়াল একদল ফোর্সসহ ঘটনাস্থলে ছুঁটে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা গা ঢাকা দিলেও রুবেলকে পুলিশ-জনতা বন্দুকসহ আটক করতে সমর্থ হন। তাকে থানায় নিয়ে আসার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এসআই মুহাম্মদ সোলাইমান পাটোয়ারী জানিয়েছেন, পালিয়ে যাওয়া চাঁদাবাজদের ধরতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।