নিউজ ডেক্স : পটিয়া উপজেলার হরনা এলাকায় ১১ জুন সোমবার দুপুরে গোসল করতে নেমে পুকুরে ডুবে প্রেমানিক নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু প্রেমানিক স্থানীয় একটি অনাথ আশ্রমে থাকতো।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, গোসল করতে নেমে হঠাৎ পুকুরে ডুবে যায় এক শিশু। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।