নিউজ ডেক্স : চট্টগ্রামে পরিবহন ধর্মঘটে পিকেটারদের গাড়ি ভাঙচুরের সময় দৌড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় বাসচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর পাহাড়তলী থানার বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সাংবাদিক হামিদুর রহমান লিটন জানান, মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রামে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের মধ্যে নয়াবাজার এলাকায় টেম্পু চলাচল করায় ধর্মঘটের সমর্থকরা একাধিক টেম্পু ভাঙচুর করে। এ সময় যাত্রীরা নিরাপদ আশ্রয়ে দৌড়ে যাওয়ার সময় অজ্ঞাত এক ব্যক্তি বাসচাপায় (ধর্মঘটের আওতামুক্ত বাস) নিহত হন।
পাহাড়তলী থানার ডিউটি অফিসার মোরশেদ হোসেন বলেন, ‘আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’ -(সিটিজি টাইমস)