প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় মুহাম্মদ সাফাত আল মাহমুদ ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। সাফাত লোহাগাড়া মেরিট স্কুল এন্ড কলেজ থেকে পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
মুহাম্মদ সাফাত আল মাহমুদ’র বাবা মুহাম্মদ সালাহ উদ্দিন লোহাগাড়া সদর বটতলী মোটর ষ্টেশনস্থ এম. আর ইলেক্ট্রনিক্সর স্বত্বাধিকারী এবং মাতা পারভীন আক্তার একজন গৃহিনী।
জানা গেছে, ২০১৭ সালে অনুষ্ঠিত পিইসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। তার রোল নং- ৪১৭০। সে ৬০০ নম্বরের মধ্যে ৫৬৪ নম্বর পেয়েছে। বর্তমানে সাফাত লোহাগাড়া মেরিট স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত।
সাফাত মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে মতো সে সকলের কাছে দোয়া প্রার্থী।