- Lohagaranews24 - http://lohagaranews24.com -

পাইকারিতে কমেছে কেজিতে ১০-১৫ টাকা

Tofa-inner20170810073151

নিউজ ডেক্স : পেঁয়াজের বাজারে টানা কয়েক সপ্তাহ মাত্রাতিরিক্ত দাম বাড়ার পর অবশেষে কমতে শুরু করেছে পেঁয়াজের ঝাঁঝ। নতুন পেঁয়াজ আসায় পাইকারি বাজারে এক ধাক্কায় দাম কমেছে সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ ১৫ টাকা পর্যন্ত। তবে খুচরা বাজারে এ সুফল পেতে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

গতকাল দুপুরে খাতুনগঞ্জের পেঁয়াজ-রসুনের আড়তদার প্রতিষ্ঠান ‘মেসার্স বাণিজ্য গোপাল ভান্ডারের’ স্বত্বাধিকারী চন্দন কুমার পোদ্দার এবং ‘মেসার্স সৌমিক ট্রেডাসের্র’ স্বত্বাধিকারী মো. জসিম উদ্দীনের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

ব্যবসায়ীরা জানান, এসময় দেশের বাজারে পেঁয়াজের দাম উঠানামা করে মূলত ভারতের বাজারে দাম উঠানামার উপর। এখন ভারতে নতুন পেঁয়াজ উঠায় সেদেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। আমদানিকারকরা ভারতের বাজার থেকে নতুন পেঁয়াজ আমদানি শুরু করায় বিক্রেতারা পুরনো পেঁয়াজ কম দামে ছেড়ে দেওয়া শুরু করেছে। বর্তমানে আমদানিকৃত নতুন পেঁয়াজ কেজিতে ৪৮-৫০ টাকায় বিক্রি হলেও পুরনো পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে ৪০-৪২ টাকা। গতকালও এই পুরনো পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিতে ৫০-৫৫ টাকা পর্যন্ত।

পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিতে সর্বোচ্চ ১৫ টাকা পর্যন্ত কমলেও সাধারণ ভোক্তারা দাম কমার সুফল এখনো পাচ্ছে না। গতকাল সন্ধ্যার দিকেও খুচরা বাজারে ৬২-৬৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করতে দেখা গেছে। বহদ্দারহাটের মুদি দোকানদার এ ব্যাপারে বলেন, আমার কাছে আগের বেশি দামে কেনা এখনো দুই বস্তা পেঁয়াজ মজুদ আছে। এগুলো শেষ না হওয়া পর্যন্ত কেজিতে ১০ টাকা লস দিয়ে বর্তমান দামে কিভাবে পেঁয়াজ বিক্রি করি?