নিউজ ডেক্স : গতবারের মতো এবারও পহেলা বৈশাখে ইলিশ খাচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ইলিশের বদলে সবজি, মরিচ পোড়া ও ডিম ভাজি খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
ভারত সফর নিয়ে মঙ্গলবার গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পহেলা বৈশাখ কেউ ইলিশ খাবেন না। ইলিশ ধরবেন না। খিচুড়ি খাবেন, সবজি খাবেন, মরিচ পোড়া খাবেন, ডিম ভাজি খাবেন।’
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গত বছরও পহেলা বৈশাখের আয়োজনে ইলিশ ছিল না।
এখন ইলিশ বড় হওয়ার মৌসুম। জাতীয় মাছ ইলিশ সংরক্ষণের জন্য সরকারের পক্ষ নানা উদ্যোগ নেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে জাটকা সংরক্ষণের জন্য ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের সব নদীতে ইলিশ ধরা, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।