এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজান দরগাহ মুড়া বায়তুশ শরফ কমপ্লেক্স কাদেরিয়া হেফজখানা ও শাহ্ জব্বারিয়া এতিমখানার ২০তম বার্ষিক সভা ৪ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে। দরগাহ মুড়া মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য বার্ষিক সভা সকাল ৯টা হতে শুরু হবে।
বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বায়তুশ শরফের পীর সাহেব কেবলা বাহরুল ইলুম শাহ্ সুফী মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন (ম.জি.আ)।

এছাড়াও বার্ষিক সভায় বহু প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও ওলামায়ে কেরামগণ তশরীফ আনবেন।
অনুষ্ঠিতব্য বার্ষিক সভায় দরগাহ বায়তুশ শরফ কমপ্লেক্সের সভাপতি মাওলানা কাজী মুহাম্মদ শিহাবুদ্দীন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।